আত্মবিশ্বাসী শুরু করেও প্রথমে গোল খেয়ে বসে বার্সেলোনা। তাতে অবশ্য খেই হারায়নি তারা। আক্রমণাত্মক ফুটবলে সামলে ওঠে সেই ধাক্কা। রেয়াল সোসিয়েদাদকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে সরিয়ে লিগ টেবিলের শীর্ষে বসল হান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। আলভারো ওদ্রিওসোলার গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন জুল কুন্দে। পরে দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের জয়সূচক গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেল রেয়াল মাদ্রিদ। প্রথম আধা ঘণ্টায় ৮৫ শতাংশের বেশি সময় বল ছিল বার্সেলোনার দখলে! এই সময়ে আক্রমণেও আধিপত্য করে তারা; তিন শটের তিনটিই লক্ষ্যে থাকলেও সাফল্য মেলেনি। খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে আচমকা এক গোলে বার্সেলোনাকে হতভম্ব করে দেয় সফরকারীরা। স্বদেশি...