২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত দশ দিনে ভারতে মোট ৯৯ টন ৮৬ কেজি ইলিশ রফতানি হয়েছে। গতকাল রোববার সকালে বেনাপোল বন্দর মৎস নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা এই তথ্য নিশ্চিত করেন। রফতানি করা ইলিশের প্রতি কেজির মূল্য ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা।ইলিশ রফতানিকারক তারেক রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ৫,২৯,৪৮৭ মেট্রিক টন ইলিশ উৎপাদন করেছিলেন। দেশীয় চাহিদার চেয়ে উৎপাদন অনেক কম হলেও সরকার দুর্গাপূজার সময় বিশেষ বিবেচনায় ২০১৯ সাল থেকে রফতানির অনুমতি দিয়েছে। এই বছর, বাণিজ্য মন্ত্রণালয় ৩৭ টি কোম্পানিকে ইলিশ রফতানির জন্য অনুমতি দিয়েছে, যা ৫ অক্টোবর শেষ হবে।বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমিনুল হক...