২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি ‘১৬৪৩০’ নম্বর থেকে অন্তত ২ লাখ ব্যক্তিকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এ সংস্থার মাধ্যমে সরকারি আইনি সহায়তার বিশদ তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে দেখা যায়, হেল্পলাইনে ফোন করে সেবা নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৭২ জন। প্রথম দিকে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা চালু করা হয়। পরে সুপ্রিম কোর্ট, কল সেন্টারের হেল্পলাইন, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করা হয়।আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো: রেজাউল...