২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা ও দক্ষতা উন্নয়নে সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা ও আড়াই হাজার স্থানীয় মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানা গেছে। ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স (এইচডিসি) নেক্সাস টু এড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শিরোনামে বাস্তবায়িত এ প্রকল্পে স্বাস্থ্য ও পুষ্টি, মানসিক স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, দক্ষতা উন্নয়ন এবং পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে নারী, যুব ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য রয়েছে অগ্রাধিকারমূলক উদ্যোগ। সম্প্রতি ক্যাম্প ২৭-এ অনুষ্ঠিত এক পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন ক্যাম্প ইনচার্জ ও জ্যেষ্ঠ সহকারী সচিব খান শাহজাদা বিন মান্নান। তিনি...