২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আগেই জানা গিয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণায় পরিস্কার হলো তা। সিরিজে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের। তাকে বাদ দিয়েই গতকাল ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে ফেরার দুয়ার খুলেছে সৌম্য সরকারের। লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব বর্তেছে গতকাল রাতেই শেষ হওয়া এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে (ভারত ও পাকিস্তান) নেতৃত্ব দেয়া জাকের আলী অনিকের কাঁধে।মূলত এশিয়া কাপ চলাকালে অনুশীলনে সাইড স্ট্রেনে চোট পান লিটন। এরপর টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এ ব্যাপারে দলের সঙ্গে আরব আমিরাতে থাকা জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, ‘সে (লিটন) এশিয়া কাপের শেষ দুটি...