২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম অনেক সময়ই সহজ ম্যাচকে কঠিন করে তুলে বা নানা সময়েই রোমাঞ্চ ও উত্তেজনা ছড়িয়ে বারবার ম্যাচকে নাটকীয় সমাপ্তির পথে নিয়ে যায় বলে নেপাল ক্রিকেট দল নাম পেয়ে গেছে ‘কার্ডিয়াক কিডস’। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হৃদযন্ত্রে কাঁপন ধরায়নি তারা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরিষ্কার ব্যবধানেই হারিয়ে সমর্থকদের ভাসিয়েছে উল্লাসে। গতপরশু রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল। ২০ ওভারে ১৪৮ রান তোলা নেপাল পরে দুর্দান্ত বোলিংয়ে আটকে রাখে ক্যারিবিয়ানদের। রান তাড়ায় সেভাবে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি তারা। টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দলের বিপক্ষে আট ম্যাচ খেলে প্রথম জয় পেল নেপাল। অন্যদিকে সহযোগী দলের বিপক্ষে আবারও হারল ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হেরেছিল তারা। ২০১৪...