২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম প্রধান বিচারপতির বরাত দিয়ে সানা জানিয়েছে, সিরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদের অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।বিচারক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘২০১১ সালে দেরার ঘটনাবলীর সাথে সম্পর্কিত অভিযোগে আসাদের অনুপস্থিতিতে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে’। তার মতে, এ সিদ্ধান্ত ‘আন্তর্জাতিক বিচারের পথ প্রশস্ত করে’। সিরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত হত্যা, মৃত্যুদ-ের দিকে পরিচালিত নির্যাতন এবং স্বাধীনতা হরণ’-এর অভিযোগ রয়েছে। ২০১১ সালে দারার ঘটনার শিকার ব্যক্তিদের আত্মীয়দের দায়ের করা মামলার ভিত্তিতে এ পরোয়ানা জারি করা হয়। ২০১১ সালে দারা গভর্নরেটে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহ দমনের অভিযানের সময় কয়েক ডজন মানুষ নিহত হয়। বিক্ষোভ ধীরে ধীরে একটি সশস্ত্র সংঘাতে পরিণত হয়, যার সময় দেশটি সন্ত্রাসী গোষ্ঠীর ঝুঁকিতে পড়ে...