২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ এএম দেশের ইসলামি ভাবধারা ও আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ জতীয়তাবাদী দল বিএনপি’র ভূমিকা অপরিসীম। কেবল মুসলমানগণই নয় বরং দেশের সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের শতভাগ আস্থার স্থল বিএনপি। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি’র গঠনতান্ত্রিক বৈশিষ্টে ইসলামী মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি সংখ্যালঘুদের প্রতি সদয় থাকার কথা উল্লেখ রয়েছে। মাদরাসা মসজিদ, আলেম ওলামাদের একমাত্র নির্ভরযোগ্য দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সম্প্রতি এক মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রিয় সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন। গত শনিবার ঐতিহ্যবাহী শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমদ মোমতাজীর সঞ্চালনায় আয়োজিত মাদরাসার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে রচিত স্মরণিকা “আল মোমতাজ” এর মোড়ক...