২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই শেখ হাসিনার জন্মদিনে গতকাল শুভেচ্ছা জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, আপা। ’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এই প্রসঙ্গ ঘিরেই ফেসবুকে স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি নাম না নিয়ে ইঙ্গিতপূর্ণভাবে তিনি লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি ঠিক ছিলাম। আলোচনার এখানেই সমাপ্তি। ’ নিজের ব্যক্তিগত পেইজ থেকে দেওয়া সেই পোস্ট পরে তিনি ভেরিফায়েড পেইজেও শেয়ার করেন। এর জবাব দেন সাকিব। তিনি আরেকটি পোস্টে লিখেন—‘যাক, শেষমেষ কেউ...