২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজধানী ঢাকায় নির্বাচনী আবহ শুরু না হলেও উত্তরাঞ্চলে বইছে নির্বাচনী বাতাস। বিভাগীয় রংপুর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের হাটবাজারে সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার হাটবাজারে ঘুরে মফস্বল শহরের সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী নেতা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল, মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছেন। নির্বাচনে কোন কোন দল জোট করছেন, জাতীয় পার্টি ভোট করতে পারবে কি-না, আওয়ামী লীগের নীরব ভোটারদের ভোটের কত ভাগ লাঙ্গল, দাড়িপাল্লা আর ধানের শীষ পেতে পারে তা নিয়েও চলছে বিশ্লেষণ। এমনকি নির্বাচন বিতর্কিত করতে আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা নির্বাচনের ভোট দেয়া থেকে বিরত থাকার...