২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। প্রতি বছরের ন্যায় এ বছরেও মধুমতির পানি বৃদ্ধি পাওয়ার পর, এখন পানি কমতে শুরু করেছে। ফলে নদী পাড়ের প্রায় ২০টি গ্রামের হাজারো মানুষের মনে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আবার অনেকেই ভয়ে আগে থেকেই গাছপালা বিক্রি করে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ী। প্রতিবছর মধুমতি নদী থেকে অবৈধভাবে প্রচুর বালু উত্তোলন করা হয়। এই বালু উত্তোলনের ফলে মধুমতি নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এতে নিঃস্ব হয়ে পড়েন নদী পাড়ের শত শত পরিবার। তাদের ঠাঁই হয় খোলা আকাশের নিচে। জানা যায়, বর্ষা মৌসুমে মধুমতি নদীর পানি বৃদ্ধি পায়। ফলে ভাঙনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে থাকে। এতে...