২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ এএম চীনের নাগরিকরা এখন আর কাটা নখ ফেলে দিচ্ছেন না, বরং অনলাইনে বিক্রি করে অর্থ উপার্জন করছেন। বিদেশি গণমাধ্যম জানায়, চীনা ঐতিহ্যবাহী চিকিৎসাশাস্ত্রে নখকে ওষুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এগুলো শিশুদের পেট ফোলা ও টনসিলের মতো রোগের চিকিৎসায় কাজে লাগে। ওষুধ প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠান গ্রামাঞ্চল ও স্কুল থেকে এসব নখ কিনে নিয়ে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো বানায় এবং পরে ওষুধে মিশিয়ে দেয়। তবে মানুষের নখ সংগ্রহ করা সহজ নয়, কারণ প্রাপ্তবয়স্ক একজনের বছরে গড়ে মাত্র ১০০ গ্রাম নখ বাড়ে। এ কারণে বাজারে এর দামও তুলনামূলকভাবে বেশি।চীনা গণমাধ্যমের তথ্যমতে, হেবেই প্রদেশের এক নারী অনলাইনে তার জমিয়ে রাখা নখ ১৫০ ইউয়ান (প্রায় ২১ ডলার) প্রতি কেজি দরে বিক্রি করছেন।...