২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দেশের পুনর্গঠনে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) যেন সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশে এনআরবিরা একটি অবিচ্ছেদ্য অংশ, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সূচিত পরিবর্তনগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, আমরা সবসময় আপনাদের যুক্ত করার পরিকল্পনা করেছি এবং কিভাবে আপনারা সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সেই পথ খুঁজেছি। আপনাদের এখানে দেখে আমরা দেশে ফেরার নতুন উদ্যম পেয়েছি। গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নামুন এবং আমাদের সঙ্গে খেলুন। গত শনিবার (স্থানীয় সময়) নিউইয়র্কে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা...