২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবারও পরীক্ষার নম্বর জালিয়াতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন ১৯ শিক্ষার্থীর ৩৪টি উত্তরপত্রের নম্বর জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। এর আগে বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে নিজের ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যাপক নারায়ন চন্দ্র নাথের বিরুদ্ধে মামলা করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বাতিল করা হয় তার ছেলের উচ্চ মাধ্যমিকের ফলাফল। জেলেও যেতে হয়েছে নারায়ন চন্দ্র নাথকে। ২০২৩ সালের চট্টগ্রামের একটি বেসরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন অধ্যাপক নারায়নের ছেলের নক্ষত্র দেবনাথ। দুদক কর্মকর্তারা জানান, এবছর মাধ্যমিক পরীক্ষায় ১৯ পরীক্ষার্থীর ৩৪টি উত্তরপত্রে নম্বর জালিয়াতির অভিযোগ পেয়েছেন তারা। এ অভিযোগের...