২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ১৪৪৭ হিজরি সনের পবিত্র হজে সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ হজ প্যাকেজ ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা এবং সর্বনি¤œ হজ প্যাকেজ চার লাখ ৬৭ হাজার ১৬৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা (১২০০ মার্কিন ডলার) নির্ধারণ করে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল রোববার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এবারের হজ প্যাকেজ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, হজযাত্রীদের বিমান ভাড়া আরো কমানোর জন্য দুই মাস সময় চেয়েছেন। বিমান ভাড়া...