২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম ‘পর্যটন এবং টেকসই রূপান্তর’ এ প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। অন্তর্বর্তী সরকার সম্প্রতি দিবসটি ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণির হিসেবে উন্নীত করেছে। পর্যটনকে কেবল প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে চিন্তা না করে, ন্যায়সঙ্গত উন্নয়ন, সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী সুরক্ষা, পরিবেশ সুরক্ষা এবং সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার ভিত্তি হিসেবে পুনর্কল্পনা করার জন্য এবারের দিবসটি নতুন করে আলোচনায় ছিল। পাশাপাশি পর্যটনশিল্পে অপার সম্ভাবনা থাকলেও এ খাতে বাংলাদেশের সংকট থেকে উন্নতির জন্য নতুন পরিকল্পনা তৈরিতেও দিবসটি গুরুত্বপূর্ণ ছিল। সাম্প্রতিক সময়ে দেশের পর্যটন খাতে বিদেশি পর্যটকদের আগমন আশঙ্কাজনকভাবে কমে গেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে বিদেশি পর্যটকদের খরচ ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কমেছে, যা...