২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ এএম পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে ডিএমপি সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে ভক্তরা চলে যাওয়ার পর পূজামন্ডপ যেন কখনো অরক্ষিত না থাকে। তাই রাত ১০টা থেকে সকাল পর্যন্ত কমপক্ষে দুইজন স্বেচ্ছাসেবক অবশ্যই উপস্থিত থাকবেন। গতকাল রোববার বিকেলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গৃহিত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী একথা বলেন। তিনি জানান, পূজা মন্ডপগুলোকে চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মিলিয়ে ন্যূনতম ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত মোতায়েন আছেন। রাজধানীর ২৫৪টি পুজামন্ডপে নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি পূজা কেন্দ্রিক প্রায়...