নিহতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৮) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। আহতদের মধ্যে সিয়াম (২২) নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সিয়াম রহবল দক্ষিণপাড়ার মোস্তাফিজার রহমানের ছেলে। অন্যজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে কয়েকজন বন্ধু দুই-তিনটি মোটরসাইকেলে বগুড়া সদরের গোকুল এলাকা থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেলগুলো চলছিল। তারা গোকুল খোলার ঘর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে...