নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্সেনাল। শেষ সময়ে দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে গানার্সরা। ১-০তে পিছিয়ে পড়া ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল করেন নিক উলটেমেড। আর্সেনালের হয়ে গোল দুটি করেন মিকেল মেরিনো এবং গ্যাব্রিয়েল ম্যাগালহেস। ম্যাচের আধঘণ্টা পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। ৩৪ মিনিটে গানার্সদের জাল খুঁজে পান উলটেমেড। ১-০তে এগিয়ে যায় নিউক্যাসল। পিছিয়ে পড়ে বিরতি থেকে ফিরে বেশ চেস্টা করে আর্সেনাল। তবে অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। মিকেলের গোলে সমতায় ফেরে গানার্সবাহিনী। যোগকরা সময়ের ষষ্ঠ মিনিটে ম্যাগালহেসের গোলে এগিয়ে...