জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে নৈপুণ্য দেখাচ্ছেন দেশের পুরনো মুখগুলোই। গতকাল সিলেটে হওয়া দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়া এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। জিতেছেও তাদেরই দল খুলনা ও ঢাকা বিভাগ। দুদিন আন্তর্জাতিক মাঠে ম্যাচ চলার পর গতকাল বিশ্রাম পায় সেখানকার উইকেট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ড মাঠে অর্থাৎ আউটার স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ঢাকা মেট্রো টস জিতে ব্যাটিংয়ে পাঠায় খুলনা বিভাগকে। আগের ম্যাচের মতো এটিতেও শুরুতে দলকে ভালো সূচনা এনে দেন সৌম্য সরকার। ইমরানুজ্জামানের সঙ্গে উদ্বোধনী জুটিতে তোলেন ৭১ রান। নিজে করেন ৩৩ বলে ৪৫। এর পরই পান সুখবর। নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ‘কামব্যাক’ করেছেন সৌম্য। তবে তিনে নেমে ২৬ বলে ৪৯ রানের দারুণ ইনিংস...