ফিলিস্তিনে ইসরাইলের নির্বিচার বিমান হামলায় নিরীহ মানুষ নিহত হওয়ার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিন সংগঠনের উদ্যোগে সংসদের সামনে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। শহরটির আশপাশের কয়েকশ প্রবাসী বাংলাদেশিও বিক্ষোভে যোগ দেন।দেশটিতে বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা, ইখওয়ান মুসলিমিন দক্ষিণ আফ্রিকা, ইসলামিক সার্কেল অব সাউথ আফ্রিকা (ইকসা), দক্ষিণ আফ্রিকা ওলামা অ্যাসোসিয়েশন, মিশর কমিউনিটি, জুইস অ্যাসোসিয়েশন, তুরস্ক ও সোমালিয়া কমিউনিটি, ইথিওপিয়ান কমিউনিটি ও ক্ষমতাশীল দল এএনসিসহ অর্ধশতাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন এতে অংশগ্রহণ করে।সমাবেশে অনেকেই ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ‘আইডিএফের মৃত্যু’ ও ‘ফিলিস্তিনকে মুক্ত করুন’ স্লোগান দেন। তারা শিশু হত্যা ও শিশুদের অনাহারের মতো মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানায়।মুসলিম আইনজীবী পরিষদের সভাপতি শেখ রিয়াদ ফাতার বলেন, “কেপটাউন...