ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে শনিবার রাতটি ছিল বড় দলগুলোর হারের রাত, এমনটি বললে ভুল হবে না। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি হেরেছে। স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো বিধ্বস্ত করেছে রিয়ালকে। পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম, জুভেন্তাস। তবে সব ছাপিয়ে আলোচনায় আতলেতিকোর জয়টা। ডিয়েগো সিমিওনের দল ৫-২ ব্যবধানে হারিয়েছে রিয়ালকে। সেই ম্যাচেই আলভারেজের ফ্রি-কিকে করা গোলটি বাড়তি নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। খেলাটি ছিল আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেট্রোপলিতানোতে। অনেকেই হয়তো স্কোরলাইন দেখে ভাবছেন আগেও কি আতলেতিকো রিয়ালকে এত গোল দিয়েছে? ইতিহাসে চতুর্থবারের মতো আতলেতিকো ম্যাচে ৫ বার তার বেশি গোল দিল রিয়ালকে। এর আগে সবশেষ ১৯৫০ সালের নভেম্বরে লা লিগায় আতলেতিকো ৬-৩ এ হারিয়েছিল রিয়ালকে। তার আগে ১৯৪৯-৫০ মৌসুমে ৫-১, ১৯৪৭-৪৮ মৌসুমে ৫-০ তে হারিয়েছিল আতলেতিকো। লা লিগায় এর আগে রিয়াল সবশেষ ৫ গোল...