উড়ন্ত শুরুর পর কুলদীপ যাদবের স্পিনে দেড়শ রানের আগেই থেমেছিল পাকিস্তান। রানতাড়ায় নেমে শুরুতে বেশ চাপেই পড়েছিল ভারত। তবে তিলক ভার্মার অপ্রতিরোধ্য ৬৯ রানের ইনিংসে দারুণ জয় তুলে নিয়েছে ভারত। রোমাঞ্চ পেরিয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে নবম শিরোপা ঘরের তুলল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে সালমান আগার দল। জবাবে নেমে ২ বল হাতে জয় নিশ্চিত করে ভারত। রানতাড়ায় ভারতের শুরুটা ভালো হয়নি। ২০ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। ফিরে যান অভিষেক শর্মা (৫), সূর্যকুমার যাদব (১) ও শুভমন গিল (১২)। চতুর্থ উইকেট জুটিতে সাঞ্জু স্যামসনকে নিয়ে ৫৭ রান যোগ করেন তিলক ভার্মা। ১২.২ ওভারে স্যামসন ফিরে গেলে জুটি...