ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী গ্রামের রফিকুল ইসলাম ননি ফল চাষ করে বেশ সফল হয়েছেন। তিনি প্রবাস থেকে ফিরে এসে প্রথমে কমলা ও খেজুর বাগান করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। এরপর তিনি ঔষধি বাগান করার সিদ্ধান্ত নেন। তার দুই একর জমিতে ননি ফলের বাগান গড়ে তোলেন। বাগানে ৩০০টি ননি ফলের গাছ রয়েছে। বর্তমানে গাছগুলোতে ফল ধরেছে। ননি ফল সাধারণত ক্যানসার প্রতিরোধক এবং আরও অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে পরিচিত। দেশে ও বিদেশে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি দামও ভালো পাওয়া যায়। রফিকুল ইসলামের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বাগান থেকে ননি ফল ও এর গাছের পাতা সংগ্রহ করতে আসেন। ঢাকার বিভিন্ন ওষুধ কোম্পানি তার কাছ থেকে ফল সংগ্রহ করেন। এই ফল চাষ করে তিনি...