ইতোমধ্যে একাধিক ডিজাইনের লোগো তৈরি করে প্রস্তাব করা হয়েছে। নতুন লোগো তৈরি কেনো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে আমরা বিশেষ বার্তা দিতে চাই। সেই আলোকেই লোগোর ডিজাইন করা হচ্ছে। অর্থাৎ নতুন লোগোতে বিশেষ থিম আছে।’হামিদুর রহমান আযাদ বলেন, ‘কলম হচ্ছে- জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। যা ভূ-খণ্ড হবে লাল-সবুজের বাংলাদেশ।’জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। জামায়াতের আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে, কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।’তিনি আরও বলেন, ‘লোগো নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে।...