২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পিএম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরবর্তীতে আখাউড়া থানা পুলিশের একটি দল রাতেই ঢাকার পথে রওনা হয় মোরাদকে আনার জন্য। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত মোরাদ পটপরিবর্তনের পর থেকে গা-ঢাকা দিয়ে ছিলেন। কুষ্টিয়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা...