সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব শ্রমিক পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। বোয়েসেল সময়মতো এসব শ্রমিক না পাঠাতে পারলে নতুন করে জটিলতা দেখা দিবে।বায়রার অপর একজন নেতা বলেন, বোয়েসেল শ্রমিকপ্রতি যে টাকা আদায়ের সার্কুলার দিয়েছে সেটা যৌক্তিক নয়। তারা বলছে সার্কুলারে ঘোষিতা টাকার মধ্যে এক লাখ টাকা ভিসা ট্রেড বাবদ। তারা কিভাবে কাদেরকে এই টাকা দিবে এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা দেয়নি।শ্রমিকদের দাবির বিষয়ে জানার জন্য বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, শ্রমিকদের পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বায়রার অপর একজন নেতা বলেন, বোয়েসেল শ্রমিকপ্রতি যে টাকা আদায়ের সার্কুলার দিয়েছে সেটা যৌক্তিক নয়। তারা বলছে সার্কুলারে ঘোষিতা টাকার মধ্যে এক লাখ টাকা ভিসা ট্রেড বাবদ। তারা কিভাবে...