যশোরের ঝিকরগাছার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিরা হচ্ছে ,যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের শফিয়ারের ছেলে আবু সাইদ। এছাড়া ধর্ষণের সহযোগী হিসেবে হিরা বেগমকেও আসামি করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেন,আসামি হিরা বেগম ও বাদী ঝিকরগাছায় পাশাপাশি বাড়িতে থাকেন। সেই সূত্রে বাদীর মেয়ের সাথে তাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ সেপ্টেম্বর হিরা ওই ছাত্রীকে নিয়ে তার বাবার বাড়ি যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামে বেড়াতে নিয়ে যান। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করেন। এর মধ্যে ১০ সেপ্টেম্বর সেই বাড়িতে যান আসামি আবু সাইদ। আবু সাইদ রাত সাতটার...