নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের করতালির মাধ্যমে ড. ইউনূস দেশ ও জাতি গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর দেশে যে পরিবর্তনের স্বপ্ন তৈরি হয়েছে, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াত!প্রবাসীদের তিনি বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে অভিহিত করেন।প্রধান উপদেষ্টা তার বক্তব্যে দেশ পুনর্গঠনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য তার সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রবাসীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনে...