রাজধানীর গুলশানের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে ৫ দিনের রিমান্ডে দেয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান রোববার,(২৮ সেপ্টেম্বর ২০২৫) এ আদেশ দেন। গতকাল শনিবার গুলশান এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার গুলশান থানার এসআই আব্দুস সালাম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘এই আসামি গত ১২ সেপ্টেম্বর গুলশানের মতো অভিজাত এলাকায় গাড়ি ভাঙচুর করেন, সরকারবিরোধী স্লোগান দেন। সন্ত্রাসী কর্মকা- করতে তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ খোলেন। এ আসামি ওই গ্রুপে সম্পৃক্ত বলে তদন্তে পাওয়া গেছে। ‘সামনে নির্বাচন, তাদের পলাতক নেত্রী ভারতে বসে উসকানি দিচ্ছেন। এরা সাঙ্গপাঙ্গ নিয়ে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছেন।’...