ছোট ববি বাবার এমন আচরণ দেখে আতঙ্কিত হয়ে যান। তার মনে প্রশ্ন জাগে, ‘বাবা কেন এমন করছেন?’ পরে বুঝতে পারেন— পরিবারকে রক্ষার ব্যাপারে ধর্মেন্দ্র ছিলেন অত্যন্ত কড়া।তবে এখানেই শেষ হয়নি ঘটনা। কিছুক্ষণ পর শান্ত হয়ে ধর্মেন্দ্র নিজের আচরণের জন্য অনুশোচনা বোধ করেন। সঙ্গে সঙ্গেই তিনি ভক্তটিকে বসতে দেন এবং নিজ হাতে এক গ্লাস দুধ খেতে দেন।ববির ভাষায়, ‘বাবা তাকে দুধ পান করিয়ে বোঝাতে চেয়েছিলেন, এমন আচরণ ঠিক হয়নি, তবে তারও ভক্তের প্রতি মমতা ছিল।’ তবে এখানেই শেষ হয়নি ঘটনা। কিছুক্ষণ পর শান্ত হয়ে ধর্মেন্দ্র নিজের আচরণের জন্য অনুশোচনা বোধ করেন। সঙ্গে সঙ্গেই তিনি ভক্তটিকে বসতে দেন এবং নিজ...