২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় শিয়ালের তাণ্ডবে চারজন মানুষ এবং একটি গরু আহত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর দেয়াঙ পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা শিয়ালের একটি পাল এ ঘটনা ঘটায়। আহতরা হলেন— কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাতেমা (৪), আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মো. মাহবুব (৩৪) ও কাইয়ুম (২২)। এছাড়া আমুরপাড়ায় সাগর আহমেদের একটি গরুকে শিয়াল কামড়ায়। আহত আরও একজনের পরিচয় জানা যায়নি। আহত মাহবুব জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসা থেকে উঠানে আসামাত্র হঠাৎ শিয়ালের পাল তাকে আক্রমণ করে কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরেকজন এখনো আসেননি।...