অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এতে মাসের প্রথম দিন থেকেই বাড়তে পারে বৃষ্টি। এতে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৭ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।রোববার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।এদিকে বৃষ্টি আরও কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, ‘আগামী দুই দিন বৃষ্টি কম থাকতে পারে। এ সময় তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। আগামী ১ অক্টোবর থেকে আবার বৃষ্টি বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে ৪ অক্টোবর পর্যন্ত। এরপর আবার তা কমতে পারে।’আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে...