ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকু মাতুব্বর (৩০) সোনাখোলা গ্রামের মৃত আনোয়ার মাতুব্বরের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের কুতুবউদ্দিনের একটি ভ্যান চুরি হয়। সোনাখোলা গ্রামের মহসিনের ছেলে সালাহউদ্দিন ও তার দুই বন্ধু সেটি চুরি করেছেন বলে অভিযোগ ওঠে। চুরির ঘটনা মীমাংসা করতে রবিবার সন্ধ্যার পর সালিশ বৈঠক হয়। বৈঠক চলাকালে কুতুবউদ্দিন ও তার লোকজনকে অপমান করে তাড়িয়ে দেন সোনাখোলা গ্ৰামের শাহজাহান খাঁয়ের অনুসারী সালাহউদ্দিন ও তার সহযোগীরা। এ নিয়ে সোনাখোলা গ্রামের বাদশা...