এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১২০ বলে ১৪৭ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে বিপাকে ভারত। ৪ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা অভিষেক শর্মাকে ফেরান ফাহিম আশরাফ। তৃতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক সুরাইয়া কুমার যাদবকে শাহিন শাহ আফ্রিদি। চতুর্থ ওভারের শেষ বলে আরেক ওপেনার শুভমান গিলকে ফেরান ফাহিম আশরা। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারে ৮৪ রান করা পাকিস্তান; এরপর ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ ৫৭ বলে ৬২ রানে ১০ উইকট হারিয়ে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ইনিংসের শুরুটা যতোটা ভালো ছিল, ওপেনিং জুটি ভাঙার পর ঢের বেশি খারাপ করে পাকিস্তান।...