৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রবিবার রাতে পিএসসি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত ১৯ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে দুই ঘণ্টার এ পরীক্ষা। ৪৭তম বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী। পিএসসি জানায়, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে লিখিত পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা শিগগিরই প্রকাশ করা...