পুঁজিটা খুব বড় নয়। ১৪৭ রানের এই পুঁজি নিয়ে এশিয়া কাপ ফাইনালে জিততে হলে পাওয়ারপ্লেতে ভারতের টপ অর্ডারকে চ্যালেঞ্জে ফেলতে হতো পাকিস্তানকে। ফাহিম আশরাফরা ঠিক তাই করেছেন। পাওয়ারপ্লেতেই ভারতের ৩ উইকেট তুলে চাপে ফেলেছেন সূর্যকুমার যাদবের দলকে। ভারত ইনিংসের শুরুটা অবশ্য হয়েছিল চেনা দৃশ্য দিয়েই। প্রথম ওভারেই শাহিন আফ্রিদিকে চার মেরে আক্রমণাত্মক সূচনা করেছিলেন অভিষেক শর্মা। কিন্তু দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ভারত। ফাহিম আশরাফের ১১১ কিমি গতির কাটার পড়তে না পেরে মিড অনে ক্যাচ দেন অভিষেক। হারিস রউফের হাতে ধরা পড়েন তিনি। অভিষেকের আউটের পর ব্যাট করতে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি চলতি বছরে বেশ বাজে সময় কাটিয়ে চলেছেন। তিনি এশিয়া কাপ ফাইনালেও সে ভাগ্যটা বদলাতে পারেননি। আফ্রিদির স্লোয়ারে ড্রাইভ করতে গিয়ে টাইমিংয়ে ভুল করে বসেন সূর্য। মিড অফ থেকে...