এশিয়া কাপের মহারণের টস, সবার চোখ ছিল অধিনায়কদের দিকে। কিন্তু আবারও ঘটল সেই পুরনো দৃশ্য—ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এড়িয়ে গেলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলানো। ফাইনালের টস মুহূর্তেই ফের মাথাচাড়া দিয়ে উঠল দুই দলের মধ্যকার ‘হ্যান্ডশেক বিতর্ক’।দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানান সূর্যকুমার। সিদ্ধান্ত জানানোর পর তিনি সরাসরি চলে যান ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে, আগার সঙ্গে স্বাভাবিক রীতি অনুসারে হাত মেলানোর বদলে।বিতর্কের ইতিহাসএ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপ চলাকালে সূর্যকুমার হাত মেলানো এড়িয়ে গেলেন।ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, দেখে নিন দু’দলের একাদশ১৪ সেপ্টেম্বর (গ্রুপ পর্ব): প্রথমবার টসে আগার সঙ্গে হাত মেলাননি।একই ম্যাচ শেষে: পাকিস্তান খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে থাকলেও সূর্যকুমার-দুবে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান।২১ সেপ্টেম্বর (সুপার ফোর): আবারও হাত মেলানো এড়িয়ে...