যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা। মিশিগানের মর্মন চার্চে ঢুকে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে অন্তত ১ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ খবর জানিয়েছে। পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে। জনগণের জন্য আপাতত আর কোনও হুমকি নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ডেট্রয়েট থেকে ৬০ মাইল উত্তর-পশ্চিমে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে লেটার-ডে সেইন্ট (এলডিএস) বা মর্মন চার্চে সন্দেহভাজন এক ব্যক্তি রোববার সকালে গাড়ি চালিয়ে দেয় এবং গুলি ছোড়ে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে চার্চে আগুনও দেয়। ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, আগুন ধরে যাওয়া ভবনটিতে ঢোকার পর অনেককেই হয়ত হতাহত অবস্থায় পাওয়া যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম জানানো হয়নি। তদন্তকারীরা বলেছেন, তারা...