আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তোফায়েল আহমেদ আমাদের হাসপাতালে চার দিন ধরে ভর্তি আছেন। তিনি বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ। “তার অবস্থা ভালো নয়। তিনি এই মুহূর্তে আমাদের সিসিইউতে ভর্তি আছেন।” ইউসুফ সিদ্দিক বলেন, “তার মৃত্যু হয়েছে, এমন কথা শোনা যাচ্ছে। কিন্তু এ ধরনের তথ্য সঠিক নয়।" তোফায়েল আহমেদের হাসপাতালে ভর্তি থাকার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আবুল খায়েরও। রোববার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শরীরটা বেশি ভালো না। উনি হাসপাতালে ভর্তি। ওনার জন্য দোয়া করিয়েন।" পরিবারের এক সদস্য বলেন, কয়েক বছর ধরেই হুইলচেয়ারে চলাফেরা করেন...