এক বছর ধরে কোনো নতুন কমিশন নেই। যা আছে, তাকে কী বলা যায়? লোকালয়ে বাঘ আছে, কিন্তু কোনো হাঁকডাক নেই। না কোনো হুঙ্কার না থাবা। নামেই বাঘ। এভাবেই সে চলছে। যখন যে সরকার আসে, তারা চলে তাদের মতো। যদি তাই-ই হয়, তাহলে মানবাধিকার থাকল কোথায়? যে কারণে নাগরিক সমাজের প্রতিনিধিরা আর সুপারিশমুখর, নখদন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন দেখতে চান না। পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় এক বছর ধরে মানবাধিকার কমিশনকে অকার্যকর রাখার তীব্র সমালোচনা করেছেন তারা। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। বক্তারা অধ্যাদেশের ওপর আলোচনা করে এর অসংগতি ও আপত্তি তুলে ধরে বিভিন্ন সুপারিশ পেশ করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’। সত্যিকার অর্থে মানবাধিকারের...