জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরের সাক্ষ্য শুরু হয়েছে। জবানবন্দিতে নিজের জব্দ করা ১৭টি ভিডিও ট্রাইবুনালে দেখান তিনি। এসব ভিডিওতে জুলাই-আগস্ট আন্দোলনের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অপর সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জবানবন্দির বাকি অংশ উপস্থাপনের জন্য সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় পুলিশের চালানো হত্যাযজ্ঞ নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে বলা হয়, সেই দিনের ঘটনায় অন্তত ১৯ জন আন্দোলনকারী পুলিশের গুলিতে হতাহত হয়েছেন। এদের মধ্যে চার শহীদের নাম পাওয়া গেছে। এরা হলেন-...