ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ আয়োজিত ‘ইউআইইউ মিডিয়া ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিডিয়া কুইজ, কন্টেন্ট প্রজেকশন, ডকুমেন্টারি স্ক্রিনিং, স্টার টক এবং ফটোগ্রাফি এক্সিবিশনসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক এবং রেজিস্টার ডা. মো. জুলফিকার রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম।সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : নাহিদমিডিয়া ফেস্টে ফটোগ্রাফি এক্সিবিশন ও কন্টেন্ট প্রজেকশন, মিডিয়া কুইজ...