স্বজনেরা জানান, শনিবার দিনভর আত্মীয়স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি চালালেও তাদের পাওয়া যায়নি। পরে ডুবুরি দল ফিরে গেলেও তারা নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। সকালে বেড়পাড়া এলাকায় হরেন সাহার মরদেহ পাওয়া যায়। আর বিকেলে খারিজাগাতি এলাকায় পাওয়া যায় দীলিপের মরদেহ।রেললাইনে আটকে পড়ল নসিমন, অতঃপর...প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, আত্মীয়স্বজনরাই নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছেন। তাদের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আগের দিন শনিবারই গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের...