কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে তার জীবনী আসামের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে আসাম বিদ্যালয় শিক্ষা পরিষদ। জুবিনের বাসভবন কাহিলিপাড়ায় এ ঘোষণা দেওয়া হয়।ভারতীয় গণমাধ্য ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়, জুবিন গার্গের জীবনী আধুনিক ভারতীয় ভাষা (এমআইএল) পাঠ্যক্রমে ১৪টি প্রধান ভারতীয় ভাষায় অন্তর্ভুক্ত করা হবে। এতে সারা দেশের শিক্ষার্থীরা তার জীবন, শিল্পীসত্তা ও মানবতার দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।এ সময় শ্রদ্ধা জানাতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ও তাদের সেন্টার ফর পারফরমিং আর্টস অ্যান্ড কালচার-এর নাম পরিবর্তন করে জুবিন গার্গের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তার একটি মূর্তি স্থাপন করা হবে এবং তার সংগীত জীবন ও সাফল্য নিয়ে একটি কফি টেবিল বই প্রকাশ করা হবে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ যুব উৎসবে নতুন বিভাগ...