বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর রোববার পা রাখলেন ৪৩-এ। ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্য নারী ভক্তের হৃদয়ে ঝড় তোলা এই তারকা বয়স বাড়ার সত্যটিকে লুকোতে চান না।জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রণবীর জানান, তার দাড়িতে এখন সাদা চুলের সংখ্যা বাড়ছে। অকপটে তিনি বলেন, ‘আমার পাকা দাড়ির সংখ্যা বেড়েই চলেছে। যদিও তাতে আমার কোনো দুঃখ নেই। আমি কেবল আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সকাল থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে আমি সত্যিই আপ্লুত।’এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন স্ত্রী আলিয়া ভাট।একসময় প্রেমের গুঞ্জনে বলিপাড়া কাঁপালেও এখন রণবীর পুরোপুরি সংসারী মানুষ। স্ত্রী আলিয়া ভাট আর কন্যা রাহাকে নিয়ে চলছে তার সুখের দাম্পত্য জীবন। জন্মদিনেও কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং পরিবারকে নিয়েই ছুটি কাটাচ্ছেন তিনি।তবে অনুরাগীদের নিরাশ করেননি ‘রকস্টার’ অভিনেতা। ছুটি কাটানোর স্থান থেকেই বিশেষ...