নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে। অংশ নিচ্ছে বিশ্বের সেরা আট দল। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। অন্যদিকে বাংলাদেশ নারী দল ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে প্রস্তুতি সারছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে মনোবলও জোগাড় করেছে।টুর্নামেন্টে প্রতিটি দল লিগপর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। তাই প্রতিটি ম্যাচেই সমান চাপ ও সমান গুরুত্ব বহন করবে।একনজরে বাংলাদেশের ম্যাচসূচিতারিখপ্রতিপক্ষভেন্যুসময়২ অক্টোবরপাকিস্তানকলম্বোবিকেল ৩:৩০৭ অক্টোবরইংল্যান্ডগোয়াহাটিবিকেল ৩:৩০১০ অক্টোবরনিউজিল্যান্ডগোয়াহাটিবিকেল ৩:৩০১৩ অক্টোবরদক্ষিণ আফ্রিকাবিশাখাপত্তমবিকেল ৩:৩০১৬ অক্টোবরঅস্ট্রেলিয়াবিশাখাপত্তমবিকেল ৩:৩০২০ অক্টোবরশ্রীলঙ্কাডি ওয়াই পাতিল, মুম্বাইবিকেল ৩:৩০২৬ অক্টোবরভারতডি ওয়াই পাতিল, মুম্বাইবিকেল ৩:৩০বাংলাদেশের সামনে সূচি নিঃসন্দেহে কঠিন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষদের সামলাতে হবে। তবে টুর্নামেন্টের শুরুতেই যদি পাকিস্তানের বিপক্ষে জয় আসে, তবে সেটা দলের আত্মবিশ্বাসকে...