২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভারতীয় একজন গোয়েন্দা এজেন্ট বিদেশের মাটিতে খুনের জন্য ভাড়া করে একজন ভারতীয় নাগরিককে। পাকিস্তান, নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খুনের জন্য তাকে ভাড়া করা হয়। শুধু তাই নয়, হত্যাকাণ্ডগুলো কার্যকর করতে হিটম্যানকে 'প্লেন-বোঝাই অস্ত্র' সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছিল ওই ভারতীয় র' এজেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দাখিল করা নথি থেকে এসব তথ্য জানা যায়। মার্কিন ফেডারেল আদালতে দাখিল করা নথিতে শিখ নেতা পান্নুনের অভিযুক্ত হত্যাকারী নিখিল গুপ্তের বিরুদ্ধে নতুন অভিযোগ প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে অর্থ পাচার, ক্রেডিট কার্ড জালিয়াতি, মাদক ও অস্ত্র পাচার এবং নেপাল বা পাকিস্তানে আরো এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতের নতুন নথি অনুসারে, মার্কিন সরকারের আইনজীবীরা দাবি করছেন, ভাড়াটে খুনের এই...