রোববার,(২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিকে তিতাস গ্যাস সঞ্চালন গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছেন। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন জানান, তিতাস গ্যাস সঞ্চালন লাইনের ওপর বিদ্যুতের খুঁটি ছিল। দুর্ঘটনার পর সেই খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। নতুন খুঁটি অন্যত্র বসিয়ে পুরাতন খুঁটি উঠিয়ে ফেলার পর বিদ্যুৎ লাইন সচল করা হবে। এজন্য বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৪ হাজার তিতাস...