ঢাকায় প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘রাইজ অব ওয়ারিয়র্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উত্তরার টিকেও বক্সিং একাডেমিতে জমজমাট বক্সিং ইভেন্টের আয়োজন করা হয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার বক্সিংপ্রেমীরা পেলেন এক ভিন্ন রোমাঞ্চকর বক্সিং টুর্নামেন্ট।জানা গেছে, গত মাসে এ ভেন্যুতে টিকেও রাইজিং স্টারের আয়োজন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় হলো ১টি অ্যামেচার ও ৫টি পেশাদার বাউট নিয়ে ‘রাইজ অব ওরিয়র্স’ অনুষ্ঠিত হয়।আয়োজনে অ্যামেচার ক্যাটাগরিতে রাজশাহীর পুজ্জম কুমার ইম্তু তিন রাউন্ডের লড়াই শেষে ঢাকার মেহেদী হাসান হিমুকে হারান। পেশাদার বক্সিংয়ে ঢাকার শাওন এমরোজ অভিষেক ম্যাচে চার রাউন্ড শেষে রাজশাহীর রাসেল কবিরকে পরাজিত করেন।এরপর ঢাকার অপরাজিত হোসেন (৪-০-০) ছয় রাউন্ডের লড়াইয়ে রাজশাহীর ফজলে রাব্বী (১-০-০)-কে হারান। রাজশাহীর আবদুল হামিদ নূর শক্ত লড়াইয়ে ঢাকার হাসানুর রহমানের বিরুদ্ধে জয় পান। ম্যাচটি গড়ায় পুরো ছয়...